এবার ঈদের খুশি দ্বিগুণ করতে গ্রামীণফোন দিচ্ছে ১০০% বোনাস প্রতি ৭৫MB ডাটা - এর সাথে। তাড়াতাড়ি অফারটি অ্যাক্টিভেট করে মেতে ওঠো ঈদনেট উৎসবে।
শর্তাবলীঃ
- এই প্রমোশনাল ক্যাম্পেইনটি ২০ সেপ্টেম্বর ২০১৫ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে
- গ্রামীণফোন এর সকল প্রিপেইড গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
- গ্রাহকগণ মাত্র ৩০টাকায় ৭৫MB ইন্টারনেট ক্রয় করলে অতিরিক্ত ৭৫MB ইন্টারনেট বোনাস পাবেন
- অফারটি পেতে ডায়াল *500*74#
- বোনাস ৭৫MB ইন্টারনেট শুধুমাত্র সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে, বোনাসের মেয়াদ অ্যাটিভেশন এর তারিখ হতে ৭ দিন এবং রেগুলার ইন্টারনেট ব্যালেন্স মেয়াদ ৭ দিন
- অবশিষ্ট বোনাস ভলিউম চেক করতে ডায়াল *566*27# এবং রেগুলার ইন্টারনেট ভলিউম চেক করতে ডায়াল *567#
- রেগুলার এবং বোনাস ভলিউম শেষ হলে গ্রাহকগণ মেয়াদ উত্তীর্নের তারিখ পর্যন্ত ০.০১ টাকা/১০ কিলোবাইট হারে সর্বোচ্চ ২০০MB পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন
- আনলিমিটেড এবং স্মার্ট প্ল্যান ব্যবহারকারী গ্রাহকগণ তাদের প্যাকেজ সমূহ ডিঅ্যাক্টিভেট না করলে এই অফার গ্রহণ করতে পারবেন না
- ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকগণ এই অফার গ্রহণ করলে অফারের বোনাস ও রেগুলার ভলিউম তার পূর্ববর্তী ডাটার সাথে সংযুক্ত হবে
- ফ্রি ইন্টারনেটের সর্বোচ্চ স্পীড 1Mbps. গড় স্পীড একাধিক কারণ যেমন, ব্যবহৃত হ্যান্ডসেট, ওয়েবসাইট, সময়, স্থান ও বিটিএস থেকে দূরত্ব ইত্যাদির উপর নির্ভর করে। 3G স্পীড শুধুমাত্র 3G কাভারেজ অধিন এলাকার জন্য প্রযোজ্য
- একাধিক টাইম ব্যান্ডে একাধিক বোনাস গ্রহণের ক্ষেত্রে, গ্রাহকগণকে টাইম ব্যান্ড শেষে তাদের ডাটা সংযোগ বিচ্ছিন করে পুনরায় চালু করার জন্য অনুরোধ করা যাচ্ছে