Quantcast
Channel: TeleKothonBD.com | Get Latest Operator News, Offers
Viewing all 175 articles
Browse latest View live

এয়ারটেল ইন্টারনেট জ্যাকপট অফার সর্বোচ্চ ১০ জিবি ইন্টারনেট ২৪৯ টাকা রিচার্জে

$
0
0

এয়ারটেল সকল গ্রাহকদের জন্য চালু করেছে ইন্টারনেট জ্যাকপট অফার। এই অফারে, গ্রাহকগণ কমপক্ষে ১.২৫ এমবি থেকে সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত পেতে পারেন প্রতি ২৪৯ টাকা রিচার্জে

অফারের বিস্তারিতঃ
  • কমপক্ষে ১.২৫ জিবি ইন্টারনেট থেকে সর্বোচ্চ ১০ জিবি ইন্টারনেট পেতে পারেন প্রতি ২৪৯ টাকা রিচার্জে
  • ইন্টারনেট ডাটার মেয়াদ ৩০ দিন
  • ইন্টারনেট ডাটা ২৪ ঘন্টা ব্যবহারযোগ্য
  • ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কে ব্যবহারযোগ্য
  • ইন্টারনেট ব্যালেন্স দেখতে ডায়াল করুন *778*4#
  • ৩% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট প্রযোজ্য
Tags: airtel 10gb internet jackpot offer, airtel 249tk recharge 10gb internet, airtel 249tk recharge internet jackpot offer, airtel 249tk recharge 1.25gb data, airtel 1.25gb data offer
 

গ্রামীণফোন ৩জি ২জিবি প্যাকে ২০০% বোনাস ইন্টারনেট ডাটা

$
0
0

সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য জানানো যাচ্ছে যে, আপনার ঈদনেট সেলেভ্রেশন স্পেসাল করতে, গ্রামীণফোন ৩জি প্যাকেজসমূহ কেনায় ইন্টারনেট বোনাস অফার চালু করেছে। এই অফারে গ্রাহকগণ ২০০% ইন্টারনেট বোনাস অফার উপভোগ করবেন। 

এই অফারটি চলবে ১১-জানুয়ারি-২০১৬ (০০০০ ঘন্টা) থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত

জিপি ২০০% ডাটা বোনাস যথাক্রমে ২৫০ এমবি, ১জিবি, ২ জিবি প্যাক

১। (২ জিবি @৩৫০টাকা, মেয়াদঃ ২৮ দিন) বোনাসঃ ৪ জিবি
  • সর্বমোট ৬ জিবি
  • চালু করতে ডায়াল করুন *5000*180#
  • বন্ধ করতে লিখুন STOP এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে
  • বোনাস মেয়াদঃ ৭ দিন
  • বোনাস ৪ জিবি শুধুমাত্র রাত ২ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যবহারযোগ্য

বিশেষ দ্রষ্টব্যঃ
  • ৩% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট প্রযোজ্য
  • অফারটি চালু করার পর অতি শীঘ্রই ২০০% ইন্টারনেট ভলিউম বোনাস পেয়ে যাবেন
  • ডাটা প্যাকটি অটো-রিনিউল। প্যাকটি বন্ধ করতে, লিখুন OFF এবং পাঠিয়ে দিন 5000 নাম্বারে
  • অফারটি শুধুমাত্র প্রিপেইড ব্যবহারকারীদের জন্য
  • সর্বমোট ব্যবহৃত ডাটা ব্যালেন্স দেখতে ডায়াল করুন *121*1*2# (ফ্রি)

Tags: grameenphone internet bonus,grameenphone internet offer,grameenphone bonus check,grameenphone .3g internet bonus, grameenphone FREE internet offer, grameenphone internet package for smartphone

সিম নিবন্ধনে টাকা দাবি করলে ব্যবস্থা: তারানা হালিম

$
0
0

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময় গ্রাহকের কাছে টাকা দাবি করা হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মোবাইল ফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন,  সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে- এমন অনেক অভিযোগ এসেছে। এ ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, অপারেটররা এ বিষয়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের ব্ল্যাকলিস্টেড করবে এবং তাদের রিটেইলারশিপ বাতিল করবে।
সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময় যারা টাকা আদায় করছে তাদের মধ্যে কমপক্ষে দুই থেকে তিনজনকে ব্ল্যাকলিস্টেড করে কর্তৃপক্ষকে জানাতে অপারেটরগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী তারনা হালিম।

সূত্রঃ সমকাল

রবিতে ফিরে এসে মাত্র ৯ টাকায় উপভোগ করুন ১ জিবি ডাটা !!!

$
0
0


কেবল রবি বন্ধ সংযোগ গ্রাহকের জন্যে এই অফার প্রযোজ্য 

৯ টাকায় ১ জিবি ডাটা
  • এই প্যাক কিনতে গ্রাহককে *৮৬৬৬*০৯০# ডায়াল করতে হবে:
  • প্যাকের মূল্য ৯ টাকা (এসডি ও ভ্যাট প্রযোজ্য)।
  • এর মেয়াদ হবে কেনার দিন থেকে ৭ দিন ।
  • গ্রাহক ৭ দিনের মধ্যে কেবল একবার এই প্যাক কিনতে পারবেন।
  • মেয়াদকালীন সময়ে গ্রাহক রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন।
  • ডাটা ব্যালান্স চেক করতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# ডায়াল করতে হবে।


আধা পয়সা এক পয়সা কলরেট​
এই কল রেট পেতে গ্রাহককে ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ করতে হবে
  • যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড​
  • অন্য যে কন নাম্বারে ১ পয়সা/সেকেন্ড​
  • গ্রাহক ৯ টাকা রিচার্জ্ করলে ১০ দিনের মেয়াদ এবং ২৯ টাকা রিচার্জ্ করলে ৩০ দিনের মেয়াদ পাবেন।​
          
ডিফল্ট ট্যারিফ প্ল্যান:  
গ্রাহক যদি ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ্ না করেন, তাহলে যে কোন অপারেটরে ১৮ পয়সা/১০ সেকেন্ড কথা বলা এবং ৫০ পয়সা/এসএমএস ট্যারিফ প্ল্যান উপভোগ করবেন। গ্রাহক যদি অন্য কোন ট্যারিফ প্ল্যানে মাইগ্রেশন করেন, তাহলে এই অফারটির আওতায় প্রদত্ত সুবিধাদি আর পাবেন না।

বায়োমেট্রিক প্রক্রিয়ায় মাধ্যমে বিনামূল্যে ৩ জিবি ফ্রি
গ্রাহক ৩ কিস্তিতে ৩ জিবি free ডাটা উপভোগ করতে পারেন (প্রতি মাসে পাবেন ১ জিবি করে ডাটা)।
নিচের শর্তাবলি প্রযোজ্য:
  • গ্রাহক ৯ টাকা কিংবা ২৯ টাকা রিচার্জ করে তার সিমটি আবার চালু করে বায়োমেট্রিক প্রক্রিয়ায় তার সিমটি নিশ্চিতকরণ করার ৭২ ঘন্টার মধ্যে ১ম কিস্তি (১ জিবি ডাটা) পাবেন ।
  • পরবর্তী ২ মাসে গ্রাহক আরো ২ জিবি ডাটা বোনাস পাবেন (প্রতি মাসে ১ জিবি করে)। এজন্য গ্রাহককে প্রতি মাসে ন্যূনতম ২০ টাকা ব্যবহার করতে হবে।
  • গ্রাহক তার কিস্তির ফ্রি ডাটা প্যাকটি বুঝে পাওয়ার ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ডাটা ব্যবহার কর যাবে।
  • যেসব গ্রাহক ১ম কিস্তি পাওয়ার উপযুক্ত নন, তারা ২য় কিংবা ৩য় কিস্তি পাবেন না।

অন্যান্য শর্তাদি
  • (পোস্টপেইড, এসএমই, উদ্যোক্তা, কর্পোরেট, ইজিলোড বাদে) রবি প্রিপেইড গ্রাহকগণ যারা বিগত ৬০ দিন কিংবা আরো বেশি সময় ধরে তাদের সংযোগ ব্যবহার করেননি, তারা বন্ধ সংযোগ গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।
  • বন্ধ সংযোগ গ্রাহক উপরে উল্লেখিত সুবিধা সমূহ উপভোগ করতে তার সিম থেকে যে কোন আউটগোয়িং কল, এসএমএস কিংবা যে কোন প্রকারে ব্যয় করে সিমটি চালু করার ৭২ ঘন্টার মধ্যে ।
  • কোন গ্রাহক এই অফারের জন্যে উপযুক্ত কিনা সেটা চেক করতে যে কোন রবি নম্বর থেকে বিনামূ্ল্যে এসএমএস পাঠাতে পারেন। এসএমএস এর ফরম্যাট হবে A<> 018XXXXXXXX, এবং পাঠাতে হবে ৮০৫০ নম্বরে।
  • সকল চার্জের উপর এসডি ও ভ্যাট প্রযোজ্য হবে।

​ক্যাম্পেইনের সময়সীমা: পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত চালু থাকবে।  

রবি ১জিবি @৮৯ টাকা ইন্টারনেট প্যাক

$
0
0

সকল রবি গ্রাহকদের জন্য রবি চালু করেছে নতুন ইন্টারনেট অফার যা ২৯শে জানুয়ারী ২০১৬ থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চালু থাকবে।

  • রবি ১জিবি ইন্টারনেট ৮৯ টাকায় সাথে ভ্যাট, মেয়াদঃ ৭ দিন, চালু করতে ডায়াল করুন *8444*089# অথবা ৮৯ টাকা রিচার্জ করুন (শুধুমাত্র প্রিপেইড)
  • যেকোন প্রিপেইড এবং পোস্টপেইড ২জি/৩জি কাস্টমারগণ এই অফারটি চালু করতে পারবেন
  • সকল রবি সাবস্ক্রাইবারগণ USSD এর ভিত্তিতে প্যাকটি চালু করতে পারবেন। রিচার্জ প্যাকটি শুধুমাত্র প্রিপেইড এর জন্য।
  • অবশিষ্ট ডাটা ভলিউম দেখতে ডায়াল করুন *8444*88#
  • কাস্টমারগণ প্যাকটি একাধিকবার কিনতে পারবেন
  • এই প্যাকটি অটো-রিনিউলযোগ্য নয়
  • ভলিউম শেষে কাস্টমারদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে

Tags: robi ramadan 1gb 3g data offer, robi ramadan 1GB offer, robi 1gb 89tk, robi 1gb for 7 days, robi 1gb only 89 tk, robi 1gb@89tk, robi 1gb 3g data 89tk, robi ramjan 1gb data offer, robi 1gb mahe ramadan offer,89 taka internet package of robi

বাংলালিংক সুপার প্লে ৩৪ টাকা রিচার্জ অফারের সাথে ৮৯ টাকায় ১জিবি ইন্টারনেট এবং স্পেসাল ট্যারিফ

$
0
0

বাংলালিংক তাদের বাংলালিংক প্লে কাস্টমারদের জন্য চালু করেছে সুপার প্লে অফার। এই অফারে, ৩৪ টাকা রিচার্জে কাস্টমারগণ উপভোগ করবেন- ৮৯ টাকায় ১ জিবি দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট, ২৯ পয়সা/মিনিট কলরেট ১৮টি এফএনএফ নাম্বারে, ২৫পয়সা/মিনিট কলরেট একটি সুপার এফএনএফ নাম্বারে।

বাংলালিংক ১ জিবি ইন্টারনেট ৮৯ টাকা অফার বিস্তারিতঃ
  • প্রথম ৩৪ টাকা রিচার্জে এই অফারটি প্রযোজ্য হবে
  • ১জিবি@৮৯ টাকা প্যাকটি চালু করতে রিচার্জ করুন ৮৯ টাকা
  • মেয়াদ ৭ দিন
  • মেয়াদ থাকাকালীন একাধিকবার কেনার ক্ষেত্রে, পূর্ববর্তী ডাটার সাথে নতুন ডাটা যুক্ত হবে এবং সর্বশেষ কেনার মেয়াদ অনুযায়ী মেয়াদ নির্ধারিত হবে
  • ইন্টারনেট ব্যালেন্স দেখতে ডায়াল করুন  *124*17#

বাংলালিংক সুপার প্লে স্পেসাল ট্যারিফ অফার বিস্তারিতঃ

  • শুধুমাত্র বাংলালিংক প্লে কাস্টমারগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
  • অন্যান্য প্রিপেইড কাস্টমারগণ প্লে প্যাকেজে মাইগ্রেট করে ৩৪ টাকা রিচার্জে এই অফারটি উপভোগ করতে পারবেন
  • এরপর কাস্টমারগণ উপভোগ করবেন ২৯ পয়সা/মিনিট কলরেট ১৮টি এফএনএফ নাম্বারে, ২৫পয়সা/মিনিট কলরেট একটি সুপার এফএনএফ নাম্বারে।
  • স্পেসাল ট্যারিফ মেয়াদ ৭ দিন
  • এই ট্যারিফটি চলাকালীন অন্য কোন স্পেসাল ট্যারিফ গ্রহণযোগ্য হবে না
  • অফারটি আন-সাবস্ক্রাইভ ডায়াল করুন *166*3*34#
  • যদি কাস্টমার এই ট্যারিফ অফারটি চলাকালীন অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করে থাকে তাহলে অফারটি আন-সাবস্ক্রাইভ হয়ে যাবে
  • বাংলালিংক এফএনএফ এবং স্পেসাল এফএনএফ ব্যতীত, অন্যান্য সকল লোকাল কলরেট ২৫ পয়সা/১০ সেকেন্ড প্রযোজ্য হবে
  • ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
  • ১৫% ভ্যাট + ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য
Tags: banglalink super play 34tk recharge offer with 1GB internet 89tk and special tariff

গ্রামীণফোন ১ জিবি ইন্টারনেট ৯৯ টাকায়

$
0
0

এখন সময় তোমার বন্ধু ও পরিবারের সাথে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করার কেননয়া গ্রামীণফোন দিচ্ছে ১ জিবি ইন্টারনেট শুধুমাত্র ৯৯ টাকা।

অফারের বিস্তারিতঃ
  • জিপি ১ জিবি @৯৯ টাকা, মেয়াদঃ ৭ দিন, চালু করতে ডায়াল করুন *500*184#
  • ৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট প্রযোজ্য
  • এই প্রমোশনাল অফারটি ২৬শে জানুয়ারী ২০১৬ থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চালু থাকবে
  • সকল জিপি প্রিপেইড ২জি/৩জি কাস্টমারগণ অফারটি উপভোগ করতে পারবেন
  • এই প্যাকেজে ৩জি অন্তর্ভুক্ত এলাকায় সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পিড পাওয়া যাবে
  • অবশিষ্ট ইন্টারনেট ডাটা দেখতে ডায়াল করুন *121*1*2#
  • কাস্টমারগণ একাধিকবার প্যাকটি কিনতে পারবেন
  • কাস্টমারদের ভলিউমের মেয়াদের শেষ দিন জানিয়ে দেয়া হবে
Tags: gp 1gb at 99tk,grameenphone 1gb eid offer 99tk, gp 1gb data pack at 99tk, gp 1gb data  99tk 7 days, gp 3g 99tk 1gb data, grameenphone eid data offer, gp 99tk data pack, grameenphone 1gb@99tk
grameenphone-1gb-internet-at-99tk

রবি সকাল বিকাল বান্ডেল অফার

$
0
0

রবি দিচ্ছে তাদের কাস্টমারদের জন্য টকটাইম, এসএমএস, এমএমএস এবং ডাটার ৯টি ভিন্ন ভিন্ন বান্ডেল প্যাক যা ৩টি বিভাগে বিভক্ত (দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক প্যাক)।  

দৈনিক বান্ডেলঃ
 
১নং প্যাকঃ
  • ৪০ মিনিট (রবি-রবি) এবং ৪০ এসএমএস
  • মূল্যঃ ১০ টাকা
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • ব্যবহারের সময়কালঃ সকাল ৫টা - বিকাল ৫টা
  • চালু করার কোডঃ *8666*02#

২ নং প্যাকঃ
  • ২০ মিনিট (রবি-রবি) এবং ২০ এসএমএস
  • মূল্যঃ ১০ টাকা
  • মেয়াদঃ ১ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • ব্যবহারের সময়কালঃ সকাল ৫টা - বিকাল ৫টা
  • চালু করার কোডঃ *8666*03#

৩ নং প্যাকঃ
  • ১২ মিনিট যেকোন অপারেটরে, ১২ এমবি ডাটা, ১২টি এসএমএস
  • মূল্যঃ ১০ টাকা
  • মেয়াদঃ ১ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • চালু করার কোডঃ *8666*12#

৪নং প্যাকঃ
  • ১৬ মিনিট যেকোন অপারেটরে, ১৬ টি এসএমএস
  • মূল্যঃ ১০ টাকা
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • ব্যবহারের সময়কালঃ সকাল ৫টা - বিকাল ৫টা
  • চালু করার কোডঃ *8666*016#

সাপ্তাহিক বান্ডেলঃ

১ নং প্যাকঃ
  • ১৫০ মিনিট (রবি-রবি) এবং ১৫০ এসএমএস
  • মূল্যঃ ৫০ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • চালু করার কোডঃ *8666*50#

২ নং প্যাকঃ
  • ৩৫০ মিনিট (রবি-রবি)
  • মূল্যঃ ১০০ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • চালু করার কোডঃ *8666*008#

৩ নং প্যাকঃ
  • ৭০ মিনিট যেকোন অপারেটরে, ২৬ এমবি, ২৫ এসএমএস, ২৫ এমএমএস
  • মূল্যঃ ৫০ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • চালু করার কোডঃ *8666*025#

৪ নং প্যাকঃ
  • ১৫০ মিনিট যেকোন অপারেটরে, ৫১ এমবি ডাটা, ৫০ এসএমএস, ৫০ এমএমএস
  • মূল্যঃ ১০০ টাকা
  • মেয়াদঃ ৭ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • চালু করার কোডঃ *8666*050#

মাসিক বান্ডেলঃ 

১ নং প্যাকঃ
  • ৫০০ মিনিট যেকোন অপারেটরে, ২০০ এমবি ডাটা, ২০০ এসএমএস
  • মূল্যঃ ৩০০ টাকা
  • মেয়াদঃ ৩০ দিন
  • ব্যবহার করা যাবেঃ ২৪ ঘন্টা
  • চালু করার কোডঃ *8666*500#

অফারের শর্তাবলীঃ
  • ৩% সম্পূরক শুল্ক +  ১৫% ভ্যাট
  • কাস্টমারগণ বান্ডেল প্যাকসমূহ একাধিকবার কিনতে পারবে
  • বান্ডেল মিনিট পালসঃ ১০ সেকেন্ড
  • বান্ডেল মিনিটগুলো এফএনএফ এবং প্রিয় নাম্বারে ব্যবহৃত হবে না
  • এসএমএস যেকোন লোকাল নাম্বারে ব্যবহার করা যাবে এবং ব্যবহারের সময়কাল (রাত ১২টা - বিকাল ৫টা) ২টি দৈনিক বান্ডেল ব্যতীত যেগুলোর ব্যবহারের সময়কাল (সকাল ৫টা - বিকাল ৫টা)
  • দুইটি দৈনিক বান্ডেলগুলোর এসএমএস ব্যবহারের সময়কাল (সকাল ৫টা - বিকাল ৫টা) যা ২৪ ঘন্টা ব্যবহারযোগ্য
  • মেয়াদের সময়সীমা সর্বশেষ কেনা প্যাকের ভিত্তিতে বৃদ্ধি পাবে যদি কাস্টমারগণ একটি বান্ডেলের মেয়াদ শেষ হোয়ার পূর্বে আরেকটি প্যাক চালু করে
  • রবি-রবি মিনিট দেখতে ডায়াল করুন *222*2#, অন্য অপারেটরে মিনিট দেখতেঃ *222*8#, এসএমএসঃ *222*12# এবং ইন্টারনেটঃ *8444*88#

Tags: robi sokal bikal,robi sokal bikal bundle,Robi Brings Sokal Bikal Bundle Offer,Shokal Bikal Bundle offer - Robi Axiata Limited,robi sokal bikal bundle pack


গ্রামীণফোন ৩জি রিচার্জভিত্তিক ইন্টারনেট এবং মিনিট প্যাকসমূহ

$
0
0
গ্রামীণফোন কাস্টমারগণ রিচার্জের মাধ্যমে এখনই চালু করুন ইন্টারনেট এবং মিনিট প্যাকসমূহ। যেকোন প্রিপেইড কাস্টমাররা যেকোন ফ্লেক্সিলোড স্থানসমূহ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জের মধ্য দিয়ে ইন্টারনেট এবং বান্ডেল প্যাকগুলো চালু করতে পারবেন। 

যেকোন ফ্লেক্সিলোড পয়েন্ট থেকে বেছে নিন ২২টি নতুন রিচার্জ অ্যামাউন্ট

ইন্টারনেট প্যাকসমূহঃ
  • পাক্ষিক সোস্যাল প্যাক (এফইউপি ৬০ এমবি এর পর) @১৩ টাকা (মেয়াদঃ ১৪ দিন)। চালু করতে রিচার্জ করুন ১৩ টাকা
  • ৬০ এমবি @২২ টাকা (মেয়াদঃ ১০ দিন)। চালু করতে রিচার্জ করুন ২২ টাকা
  • ৭৫ এমবি @৩৬ টাকা (মেয়াদঃ ৭ দিন)। চালু করতে রিচার্জ করুন ৩৬ টাকা
  • ১০০ এমবি @৫৬ টাকা (মেয়াদঃ ৩০ দিন)। চালু করতে রিচার্জ করুন ৫৬ টাকা
  • ২০০ এমবি @৬৫ টাকা (মেয়াদঃ ৭ দিন)। চালু করতে রিচার্জ করুন ৬৫ টাকা
  • ২৫০ এমবি @১১৯ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ১১৯ টাকা
  • ৫০০ এমবি @২১১ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ২১১ টাকা
  • ১ জিবি @৩২৯ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ৩২৯ টাকা
  • ২ জিবি @৪১৯ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ৪১৯ টাকা
  • ৪ জিবি @৫৯৯ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ৫৯৯ টাকা
  • ৮ জিবি @১১৩৬ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ১১৩৬ টাকা
  • ১২ জিবি @১২৫০ টাকা (মেয়াদঃ ২৮ দিন। চালু করতে রিচার্জ করুন ১২৫০ টাকা
  • ২০ জিবি @২৩৮৯ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ২৩৮৯ টাকা

মিনিট প্যাকসমূহঃ

  • ৪০ মিনিট (জিপি - জিপি) @১২ টাকা (মেয়াদঃ ১ দিন, ব্যবহারের সময়কালঃ রাত ১২টা থেকে বিকাল ৪টা)। চালু করতে রিচার্জ করুন ১২ টাকা
  • ৮০ মিনিট (জিপি - জিপি) @২৪ টাকা (মেয়াদঃ ১ দিন)। চালু করতে রিচার্জ করুন ২৪ টাকা
  • ১০০ মিনিট (জিপি - জিপি) @৪১ টাকা (মেয়াদঃ ৩ দিন)। চালু করতে রিচার্জ করুন ৪১ টাকা
  • ১০০ মিনিট (জিপি - জিপি) + ৫০ এসএমএস @৫১ টাকা (মেয়াদঃ ৭ দিন)। চালু করতে রিচার্জ করুন ৫১ টাকা
  • ১০০ মিনিট (যেকোন অপারেটর) @৭৮ টাকা (মেয়াদঃ ৭ দিন)। চালু করতে রিচার্জ করুন ৭৮ টাকা
  • ৩০০ মিনিট (জিপি - জিপি) @৮৪ টাকা (মেয়াদঃ ৭ দিন)। চালু করতে রিচার্জ করুন ৮৪ টাকা
  • ৭৫০ মিনিট (জিপি - জিপি) @৯১ টাকা (মেয়াদঃ ৭ দিন)। চালু করতে রিচার্জ করুন ৯১ টাকা

অন্যান্য প্যাকসমূহঃ
  • ৬০ মিনিট (যেকোন লোকাল অপারেটর) + ৬০ এসএমএস + ৬০ এমএমএস + ৬০ এমবি @৬১ টাকা (মেয়াদঃ ৫ দিন)। চালু করতে রিচার্জ করুন ৬১ টাকা
  • ১২৮ মিনিট (যেকোন লোকাল অপারেটর) + ৫০ এসএমএস + ৫০ এমএমএস + ৫০ এমবি @১১২ টাকা (মেয়াদঃ ১২ দিন)। চালু করতে রিচার্জ করুন ১১২ টাকা
  • হেভি প্যাক - রাত্রি (এফইউপি ২ জিবি এর পর) @২৯৯ টাকা (মেয়াদঃ ২৮ দিন)। চালু করতে রিচার্জ করুন ২৯৯ টাকা

স্মার্ট প্ল্যান ২৯৯ 
  • নন-স্টপ ইন্টারনেট (এফইউপি ৫০০ এমবি এর পর)
  • ২০০ মিনিট ভয়েস কল (যেকোন লোকাল নাম্বারে)
  • ২০০ এসএমএস (জিপি - জিপি)
  • ২০০ এমএমএস
  • মেয়াদঃ ৩০ দিন
  • চালু করতে রিচার্জ করুন ৩৫৮ টাকা

স্মার্ট প্ল্যান ৪৯৯ 
  •  নন-স্টপ ইন্টারনেট (এফইউপি ১ জিবি এর পর)
  • ৪০০ মিনিট ভয়েস কল (যেকোন লোকাল নাম্বারে)
  • ৪০০ এসএমএস (জিপি - জিপি)
  • ৪০০ এমএমএস
  • মেয়াদঃ ৩০ দিন
  • চালু করতে রিচার্জ করুন ৫৯৭ টাকা

স্মার্ট প্ল্যান ৬৯৯
  • নন-স্টপ ইন্টারনেট (এফইউপি ২ জিবি এর পর)
  • ৬০০ মিনিট ভয়েস কল (যেকোন লোকাল নাম্বারে)
  • ৬০০ এসএমএস (জিপি - জিপি)
  • ৬০০ এমএমএস
  • মেয়াদঃ ৩০ দিন
  • চালু করতে রিচার্জ করুন ৮৩৬ টাকা

*টকটাইম এবং এসএমএস/এমএমএস - এ ১০ সেকেন্ড পালস প্রযোজ্য যা শুধুমাত্র জিপি নেটওয়ার্কে

শর্তাবলীঃ
  • সকল মূল্যের মধ্যে ১৮% ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে
  • শুধুমাত্র ইন্টারনেট এবং বান্ডেল প্যাকসমূহ চালু হবে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করা হয়
  • প্যাকের মূল্যের চেয়ে অধিক পরিমাণ রিচার্জ করা হলে তা ব্যালেন্সে যুক্ত হবে
  • রিচার্জভিত্তিক চালুর প্রক্রিয়া প্রিপেইড কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • রিচার্জভিত্তিক চালুর প্রক্রিয়া শুধুমাত্র ফ্লেক্সিলোড সিমের মাধ্যমে সম্ভব হবে। কোন প্যাকই চালু হবে না যদি অন্য কোন উপায়ে রিচার্জ করা হয়
  • সকল ইন্টারনেট প্যাকসমূহে অটো-রিনিউল প্রযোজ্য (১০০ এমবি ও ৫০০ এমবি প্যাক ব্যতীত)
  • ৬০ এমবি প্যাকের জন্য ২জি স্পিড প্রযোজ্য
  • সাবস্ক্রাইবারগণ যারা ৩জি কভারেজের আওতাভুক্ত নন তারা ২জি স্পিড উপভোগ করবেন
 

গ্রামীণফোন ৩০০ মিনিট ৭৫.৩৬ টাকা অফার | ২৫ পয়সা/মিনিট যেকোন জিপি নাম্বারে

$
0
0
এখন গ্রামীণফোনের সকল প্রিপেইড ব্যবহারকারীরা কিনতে পারবেন ৩০০ মিনিট জিপি-জিপি টকটাইম ৭৯.৩৬ টাকায়

অফারের বিস্তারিতঃ
  • গ্রামীণফোন ৩০০ মিনিট ৭৯.৩৬ টাকায় কিনতে/চালু করতে, ডায়াল করুন *111*300#
  • কাস্টমারগণ এই অফারটি দিনে সর্বোচ্চ ২ বার কিনতে পারবেন
  • মেয়াদ ৭ দিন যা ২৪ ঘন্টা ব্যবহারযোগ্য
  • অবশিষ্ট মিনিট দেখতে, ডায়াল করুন *566*22#
  • প্যাকটি বন্ধ করতে, ডায়াল করুন *111*301#
  • ৩০০ মিনিট শেষ হওয়ার পর, দৈনিক ট্যারিফ, পালস ইত্যাদি প্রতিটি নির্ধারিত প্লানের উপর চার্জ করা হবে
  • "মাই জোন"কাস্টমারগণ অফারটি উপভোগ করবে
  • ১৫% ভ্যাট + ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য
  • পরবর্তী যেকোন সাহায্যের জন্য, দয়া করে কল করুন 121 নাম্বারে
tags: gp 300 mins 75 tk, grameenphone 300 minutes 79.36 taka, gp 300 min 7 days, gp 300 min@79.36tk, how to buy gp 300 mins, grameenphone 300 minute validity 7 days

রবি ১ পয়সা-সেকেন্ড কল রেট - ৩৯ টাকা, ৭৯ টাকা রিচার্জে যেকোন লোকাল নাম্বারে

$
0
0

রবি ব্যবহারকারীরা যেকোন অপারেটরে কথা বলুন ১ পয়সা/সেকেন্ড ২৪ ঘন্টা প্রতিদিন

সকল রবি প্রিপেইড কাস্টমাররা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে উপভোগ করুন ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘন্টা) কলরেট যেকোন লোকাল নাম্বারে।

রবি ৩৯ টাকা রিচার্জ অফারঃ
  • ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘন্টা) কলরেট যেকোন লোকাল নাম্বারে বরাবর ৩৯ টাকা রিচার্জে
  • মেয়াদ রিচার্জের দিন থেকে ৭ দিন পর্যন্ত

রবি ৭৯ টাকা রিচার্জ অফারঃ
  • ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘন্টা) কলরেট যেকোন লোকাল নাম্বারে বরাবর ৭৯ টাকা রিচার্জে
  • মেয়াদ রিচার্জের দিন থেকে ১০ দিন পর্যন্ত
  • ৭৯টি ফ্রি এসএমএস

অফারের বিস্তারিতঃ
  • যেকোন লোকাল নাম্বারে স্পেসাল ট্যারিফ প্রযোজ্য্
  • ক্যাম্পেইন চলাকালীন এই অফারটি একাধিকবার উপভোগ করা যাবে
  • একাধিকবার রিচার্জের ক্ষেত্রে, সর্বোচ্চ মেয়াদ নির্ধারিত হবে
  • এই স্পেসাল কল রেটটি বোনাস মিনিট, বান্ডেল মিনিট, এবং ইমারজেন্সী ব্যালেন্সের জন্য প্রযোজ্য নয়। বোনাস মিনিট, বান্ডেল মিনিট এবং ইমারজেন্সী ব্যালেন্স আগে ব্যয় হবে
  • এফএনএফ এবং প্রিয় নাম্বারে সর্বনিম্ন কলরেট প্রযোজ্য হবে
  • ফ্রি এসএমএস-সমূহ যেকোন অপারেটর নাম্বারে ব্যবহার করা যাবে। দেখতে ডায়াল করুনঃ *222*12#
  • ১ সেকেন্ড পালস প্রযোজ্য হবে
  • ৩% সম্পূরক পালস + ১৫% ভ্যাট প্রযোজ্য
Tag: robi 39tk recharge offer, robi 79tk recharge offer, robi 49tk recharge offer, robi special call rates on 39tk/79tk recharge, robi 69tk recharge offer, robi 39tk/79tk recharge 1 paisa call rates, robi 1 Paisa-Second call rate

রবি ফ্রি ফেসবুক ব্রাউজিং অফার!

$
0
0
রবি ব্যবহারকারীরা উপভোগ করুন ফ্রি ফেসবুক!

প্রথমে আপনার ব্রাউজার থেকে www.facebook.comএ যান, এবং ক্লিক করুনঃ Go To Free or directly go to free.facebook.com .. নিচের ছবিটি দেখুন

অফারের বিস্তারিতঃ
  • ২জি/৩জি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে
  • ব্যবহারের সময় মোবাইল ডাটা অবশ্যই খোলা থাকতে হবে
  • রবি সিমের মাধ্যমেই ফেসবুকে প্রবেশ করা যাবে
  • শুধুমাত্র অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটসমূহে ব্যবহারযোগ্য
  • ফ্রি বাটনগুলো দেখতে অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করুন
  • ইউসি ব্রাউজার এবং অন্যান্য প্রক্সি ব্রাউজারগুলো গ্রহণযোগ্য নয়

রবি ৫ জিবি ফেসবুক ডাটা ফ্রি ২.৫ জিবি প্যাকে

$
0
0
রবি ব্যবহারকারীরা ফেসবুকে (ফেসবুকের ফুল ভার্সন এবং ফেসবুক ম্যাসেঞ্জার) প্রবেশ করার জন্য প্রতি ২.৫ জিবি দৈনিক প্লান কেনার মাধ্যমে আপনি পাবেন বোনাস ৫ জিবি।

এই অফারটি ১৯শে জানুয়ারি '১৬ থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত চালু থাকবে

১। ৫ জিবি @৩৭৭ টাকা/২৮ দিনঃ বোনাস (৫জিবি ফেসবুক ডাটা)
  • চালু করার প্রক্রিয়াঃ ডায়াল করুন *8444*82# অথবা রিচার্জ করুন ৪৪৯ টাকা
  • বোনাস ইন্টারনেটের মেয়াদঃ ১০ দিন
অন্যান্য বিবরণ এবং বিস্তারিতঃ
  • ৩% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ৫জিবি বোনাস প্লানের মাধ্যমে কাস্টমারগণ শুধুমাত্র ফেসবুকের ফুল ভার্সন এবং ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন
  • ডাটা দেখতে ডায়াল করুন  *8444*88#
  • প্যাকটি প্রিপেইড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য
  • ১০ মিনিটের মধ্যে বোনাস পেয়ে যাবেন
  • অফার চলাকালীন প্যাকটি একাধিকবার নেয়া যাবে
  • ২জি/৩জি উভয় নেটওয়ার্কে ব্যবহারযোগ্য
Tags : Robi 3g internet data BONUS offer, robi 5GB Bonus Facebook offer,robi mega facebook bonus

গ্রামীণফোন ২জিবি@১০ টাকা ইন্টারনেট ডাটা অচল-বন্ধ সংযোগ পুনরায় চালু অফার

$
0
0
সকল অচল কাস্টমারদের জন্য গ্রামীণফোন নিয়ে এসেছে আরেকটি "পুনঃচালু অফার"। এই অফারের মাধ্যমে কাস্টমারগণ উপভোগ করুন ২জিবি ইন্টারনেট @১০ টাকায়।
  • কাস্টমারগণ তাদের নাম্বারটি এই অফারের অন্তর্ভুক্ত কিনা তা জানতে এসএমএস অপশনে লিখুন BHK <space> 017XXXXXXX এবং পাঠিয়ে দিন 9999
  • এসএমএস পাঠানোর পর, আপনি নিচের এসএমএসটি পাবেনঃ                                                                 উদাহরণঃ 8801700000000 is eligible for 2GB 3G internet at Tk 10 offer by dialing *111*90# with 15 days validity & send SN <referrer number> to 9999

অন্যান্য বিবরণ/শর্তাবলীঃ
  • সকল জিপি প্রিপেইড সাবস্ক্রাইবারগণ (ERS এবং BPO ব্যতীত) যারা ৯০ দিন ধরে বা তার আগে থেকে তাদের সংযোগ বন্ধ রেখেছেন তারা এই অফারটির অন্তর্ভক্ত।
  • রেজিস্টার্ড ব্যতীত কাস্টমারগণ যারা ৩১শে ডিসেম্বর ২০১২ ইং থেকে তাদের সংযোগ ব্যবহার করছেন না তারা এই অফারটি উপভোগ করতে পারবেন না
  • ২জিবি@১০টাকায় কিনতে, ডায়াল করুন *111*90#
  • কাস্টমারগণ সর্বোচ্চ ১ এমবিপিএস স্পিড পাবেন
  • কাস্টমারগণ ২জিবি@১০টাকায় সর্বোচ্চ ৪ বার কিনতে পারবেন। যার মানে [৪*২ জিবি = ৮ জিবি = ৪*১০ টাকা = ৪০ টাকা]
  • কাস্টমারগণ ৩০ দিন মেয়াদের স্পেসাল ট্যারিফ অফার উপভোগ করতে পারবে ২৯ টাকা রিচার্জে                              বিস্তারিতঃ গ্রামীণফোনে ২৯ টাকা রিচার্জে অচল-বন্ধ সিম পুনরায় চালু করার অফারের সাথে স্পেসাল ট্যারিফ
  • ৩% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট প্রযোজ্য
Tags: Grameenphone reactivation offer with 2GB Internet 10tk, gp bondo sim offer 2gb 10tk, gp 2gb@10tk bondho sim offer, gp 8gb@36tk, gp 8gb internet 40tk

রবি এবং এয়ারটেল বাংলাদেশে কার্যক্রম একীভূতকরণে সম্মত

$
0
0


  • দুই কোম্পানির একীভূত শক্তি সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা নিয়ে গ্রাহকদের আরো উন্নত সেবা দেবে
  • একীভূত সত্তা ৪ কোটি গ্রাহক নিয়ে দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটরে পরিণত হবে যা টেলিযোগাযোগ খাতে সুসম এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে সহায়ক হবে 

কুয়ালালামপুর ও ঢাকা, ২৮ জানুয়ারি ২০১৬ - আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) এবং ভারতী এয়ারটেল লিমিটেড (ভারতী) বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড (রবি) এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) কার্যক্রম একীভূত করতে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয়েছে। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানির তরফ থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে একান্ত আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার পর এই চুক্তি হল।
একীভূতকরণের পর, দুই কোম্পানির একীভূত সত্তা রবি নামেই ব্যবসা পরিচালনা করবে এবং একীভূত সত্তার গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটিতে। রবি এবং এয়ারটেলের যৌথ সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত মোবাইল নেটওয়ার্কের অধিকারী হবে এই একীভূত সত্তা। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী মুল্যে টেলিযোগাযোগ এবং উচ্চ গতির মোবাইল ইন্টারনেট সেবা দ্রুততার সাথে পৌঁছে দেয়া সম্ভব হবে এবং তা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করবে বলে আমরা আশা করছি।
এই চুক্তির কার্যকারিতা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (রেগুলেটরি), সরকার এবং মহামান্য আদালতের অনুমোদন পাওয়ার ওপর নির্ভরশীল। এই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের টেলিযোগাযোগ খাত ক্রমবর্ধমান হারে এগিয়ে চলেছে এবং অতি অল্প সময়ে গ্রাহকের দোরগোড়ায় মোবাইল সেবা পৌঁছে গেছে। প্রস্তাবিত একীভূতকরণ এই শিল্প খাতে বিদ্যমান অসম প্রতিদ্বন্দ্বিতা দুরীকরণে সহায়ক হবে এবং বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা সুনিশ্চিত করবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এর ফলে আরও মানসম্পন্ন এবং বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের কাছে অধিকতর সুবিধা এবং উন্নততর ডাটা ও অন্যান্য সেবা পৌঁছে দেবে রবি।
চুক্তি সম্পাদনের ফলে শেয়ার মূলধনের পুনর্বিন্যাস হবে এবং এতে আজিয়াটা একীভূত সত্তার ৬৮.৭% নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ভারতী ২৫.০ শতাংশ এবং বাকি ৬.৩% বর্তমানের অপর শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে।
একীভূতকরণের যৌক্তিকতা এবং লেনদেন সমন্বিতকরণ:
  • এই একীভূতকরণ প্রতিযোগিতার পরিবেশ জোরদার করার মাধ্যমে গ্রাহকের জন্যে আরো উন্নততর অভিজ্ঞতা এবং অধিকতর পছন্দের সুযোগ নিয়ে আসবে
  • একীভূতকরণের মাধ্যমে ৪ কোটি গ্রাহকের জন্যে তুলনামূলক বিচারে সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ এবং উন্নততর মোবাইল ইন্টারনেট সেবার অভিজ্ঞতা নিশ্চিত হবে
  • সবচেয়ে বিস্তৃত বিক্রয় ও বিপণন চ্যানেলের মাধ্যমে এবং দেশজুড়ে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক সেবা কেন্দ্রের সহযোগিতায় বিক্রয় ও বিপণন সেবা আরো বিস্তৃত এলাকায় পৌঁছে দেওয়া যাবে
  • ৪ কোটি গ্রাহকের বিশাল সংখ্যার শক্তির ওপর ভর করে গ্রাহককে নিজ নেটওয়ার্কে (অন-নেট) কম মূল্যে কল করার সুযোগ প্রদান করা যাবে
  • সারা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট সংযোগের প্রাপ্যতা নিশ্চিত করা এবং দুই কোম্পানির কার্যক্রম একীভূতকরণের মাধ্যমে ব্যয় সংকোচনের ফলে আরো সুলভে মোবাইল সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে
  • এই একীভূতকরণ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহযোগিতা এবং বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করবে
  • প্রস্তাবিত একীভূতকরণ বাংলাদেশ টেলিকম শিল্পখাত এবং এর বাজার কাঠামোকে দীর্ঘমেয়াদে টিকে থাকতে সাহায্য করবে। মোবাইল ব্রডব্যান্ড সারা দেশে আরো দ্রুত গতিতে পৌঁছে দেয়া নিশ্চিত করবে। দেশের সার্বিক অথর্নীতি এবং জাতীয় রাজস্বে এই একীভূতকরণ উল্লেযোগ্য অবদান রাখবে।
  • আশা করা যাচ্ছে যে, উন্নততর মোবাইল ডাটা ও ব্রডব্যান্ড সেবা অর্থনীতির উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি করবে, স্থানীয় মোবাইল ও সংশ্লিষ্ট অন্যান্য সহযোগী সেবার মান বাড়াবে এবং অন্যান্য খাতেও নতুন নতুন সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করবে।
  • একীভূতকরণের মাধ্যমে ব্যবসা কাঠামো উন্নততর হলে ব্যবসায়িক লাভ এবং শেয়ার হোল্ডারদের বিনিয়োগ সুরক্ষিত হবে
  • রবি এবং এয়ারটেলের প্রস্তাবিত একীভূতকরণ এর পরিচালন ব্যয় কমিয়ে আনবে। এর ফলে একদিকে যেমন শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধি পাবে যা সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিস্তৃত করতে প্রয়োজনীয় বিনিয়োগে তাদের সক্ষমতা বাড়াবে অন্যদিকে গ্রাহক পর্যায়ে সেবা আরো সহজলভ্য হবে।
রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে বলেন, ‘বাংলাদেশের বর্তমান অসম প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগী বহুল টেলিকমিউনিকেশন খাতে একীভূতকরণ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মনে করি এই একীভূতকরণের মাধ্যমে আজিয়াটা এবং ভারতী এয়ারটেল উভয়েই বর্ধিত আকার এবং দক্ষতার ফলশ্রুতিতে ব্যয় সংকোচনের সুবিধা পাবে। পাশাপাশি, এর ফলে কর্মকৌশলের সর্বোচ্চ বাস্তবায়ন এবং গ্রাহকদের আরো সাশ্রয়ী সেবা দেওয়ার লক্ষ্যে যেকোন বিনিয়োগে এই খাতের দুই শীর্ষস্থানীয় অপারেটর তাদের সম্মিলিত ক্ষমতা কাজে লাগাতে পারবে যা এই শিল্পের সার্বিক কল্যাণ সাধন করবে এবং জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে’।
‘সামনের দিনগুলোতে গ্রাহকদের সাশ্রয়ী মুল্যে সবচেয়ে সেরা মোবাইল ও ব্রডব্যান্ড অফার দেওয়ার লক্ষ্যে রবি এবং এয়ারটেলের সমন্বিত শক্তিকে কাজে লাগানো হবে। আমরা বিশ্বাস করি, এই একীভূতকরণ গ্রাহকদের জন্যে বড় ধরনের পার্থক্য সৃষ্টি করবে এবং তাদের জন্যে সবচেয়ে লাভজনক প্রস্তাবনা দেওয়া সম্ভব হবে’।
আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রুপের প্রধান নির্বাহী দাতোশ্রী জামালুদ্দিন ইব্রাহিম বলেন, ‘আজিয়াটার একীভূতকরণ এবং আত্মীকরণ কৌশলের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন দেশে আমরা নিজেদের অবস্থান জোরদার এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করতে এধরণের একীভূতকরণে সর্বোচ্চ মনোযোগ দিয়েছি। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ক্যাম্বোডিয়ার মত বাজারে এধরনের একীভূতকরণ এবং আত্মীকরণে আমাদের সাফল্য বাংলাদেশের বাজারেও একীভূতকরণে আজিয়াটার নেতৃত্বদানের যৌক্তিকতা প্রমাণ করে’।
বাংলাদেশে আজিয়াটার দীর্ঘমেয়াদী অঙ্গীকারের বিষয়ে আবারো গুরুত্বারোপ করে জামালুদ্দিন বলেন, ‘বাংলাদেশ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র। আজিয়াটা সেই ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম বিনিয়োগ করে। এই অঞ্চলের অন্য সব বিনিয়োগ ক্ষেত্রের মত আজিয়াটা বাংলাদেশেরও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র টেলিযোগাযোগ খাতেই নয় বরং বাংলাদেশের অর্থনীতি, জনগণ এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের অবদানের বিষয়েও আমরা প্রতিশ্রুতিবদ্ধ’।
ভারতী এয়াটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও (ভারত ও দক্ষিণ এশিয়া) গোপাল ভিত্তাল বলেছেন, দুটি কোম্পানির শক্তিকে একত্রিত করার পেছনে অত্যন্ত যৌক্তিক কারণ রয়েছে। একীভূত এই সত্তা তার কার্যক্রমের সমন্বয় ঘটিয়ে গ্রাহকদের বিশ্বমানের আরো ভালো সেবা দিতে সক্ষম হবে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে অবদান রাখতে পারবে।

আজিয়াটা সম্পর্কেঃ

আজিয়াটা এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ক্যাম্বোডিয়ার মোবাইল অপারেটর কোম্পানিগুলোতে আজিয়াটার সিংহভাগ শেয়ার এবং ভারত এবং সিঙ্গাপুরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শেয়ার রয়েছে।
গ্রুপের সহযোগী এবং নিয়ন্ত্রণাধীন মোবাইল অপারেটরেরা মালয়েশিয়ায় ‘সেলকম’, ইন্দোনেশিয়ায় ‘এক্সএল’, শ্রীলঙ্কায় ‘ডায়ালগ’, বাংলাদেশে ‘রবি’, ক্যাম্বোডিয়ায় ‘স্মার্ট’, ভারতে ‘আইডিয়া’ এবং সিঙ্গাপুরে ‘এমওয়ান’ নামে তাদের কর্মকান্ড পরিচালনা করে।
সহযোগী এবং নিয়ন্ত্রণাধীন অপারেটরদের মাধ্যমে পুরো এশিয়া জুড়ে আজিয়াটা গ্রুপের ২৬ কোটি মোবাইল গ্রাহক রয়েছে। ২০১৪ সালে এই গ্রুপের আয় ছিল ১৮৭০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত । এশিয়া জুড়ে গ্রুপ ২৫ হাজার লোকের কর্মসংস্থান করেছে। এশিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই অঞ্চলের সেরা সংযোগ, প্রযুক্তি এবং প্রতিভার সমন্বয় সাধনের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে আঞ্চলিক চ্যাম্পিয়ন হসেবে বিবেচিত হওয়া আজিয়াটার লক্ষ্য।
আজিয়াটা ইডটকো নামে একটি কমিউনিকেশন অবকাঠামো সেবা এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস নামে একটি ডিজিটাল সেবা কোম্পানি চালুর মাধ্যমে তার ব্যবসার পরিধি বিস্তার করেছে।
আজিয়াটা গ্রুপ এশিয়ার বিভিন্ন দেশে এর কর্মকান্ডের জন্যে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে ফ্রস্ট এন্ড সুলিভান এবং ২০১০ ও ২০১১ সালে সেরা টেলিকম গ্রুপ হিসেবে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড এবং সেরা আঞ্চলিক মোবাইল গ্রুপ হিসেবে টেলিকম এশিয়া পুরস্কার পেয়েছে।

​ভারতী এয়ারটেল সম্পর্কেঃ

বিশ্বের একটি শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের এশিয়া এবং আফ্রিকার ২০ টি দেশে কার্যক্রম রয়েছে। গ্রাহক সংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের শীর্ষ তিনটি কোম্পানির একটি। এই কোম্পানির সদর দপ্তর ভারতের নয়া দিল্লিতে অবস্থিত। ভারতে এই কোম্পানি টুজি, থ্রিজি এবং ফোরজি ওয়ারলেস সেবা, মোবাইল কমার্স, ফিক্সড লাইন, দ্রুত গতির ডিএসএল ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ, এন্টার প্রাইজ সেবাসহ টেলিযোগাযোগ সেবাদানকারীদের আভ্যন্তরীন ও দুরপাল্লার সেবা দিয়ে থাকে। বাকি বিশ্বে তারা টুজি, থ্রিজি এবং ফোরজি ওয়ারলেস সেবা দেয় এবং মোবাইল কমার্স করে থাকে। ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ভারতী এয়ারটেলের ৩৪ কোটি ৬০ লাখ গ্রাহক রয়েছে।

সিম নিবন্ধন করতে টাকা নিলেই রিটেইলরদের লাইসেন্স বাতিল

$
0
0
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, বায়োমেট্রিকস পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে টাকা নিলে রিটেইলরদের (খুচরা বিক্রেতা) কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে অন্য কোম্পানির নির্বাহীরাও প্রতিমন্ত্রীকে গ্রাহক হয়রানি মাথায় রেখে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

তারানা হালিম বলেন, সিম নিবন্ধনে গ্রাহকদের কাছ থেকে রিটেইলররা টাকা নিচ্ছে বলে অভিযোগ পেয়েছি। এসব অভিযোগের অনেক প্রমাণও রয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর কিংবা জন্ম নিবন্ধন সনদ নম্বর দিয়ে বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করতে পারবেন।

তারানা হালিম বলেন, আমরা যখন বায়োমেট্রিকস পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম, তখন এটাকে অসম্ভব মনে হয়েছিল। এখন মনে হচ্ছে, এটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্ভব। আশা করছি, এপ্রিলের মধ্যে সব সিমের নিবন্ধন সম্ভব হবে।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। বৈঠকে দেশের ছয়টি মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী ছাড়াও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

তথ্য সূত্র - যুগান্তর

গ্রামীণফোন ভেলেন্টাইন ডে উপলক্ষে পাচ্ছেন সাশ্রয়ী দামে ১,২,ও ৩জিবি ইন্টারনেট প্যাক!

$
0
0
গ্রামীণফোন গ্রাহকরা এই ভালবাসা দিবস উপলক্ষে পাচ্ছেন ৩টি দারুন ইন্টারনেট মেগাবাইট অফার।
নিচে প্যাকেজ সমুহ দেয়া হলোঃ
–১জিবি মাত্র ৯৯ টাকা।
–২জিবি মাত্র ১৪৯ টাকা।
–৩জিবি মাত্র ১৯৯ টাকা।

 শর্তাবলী:
–১জিবি নিতে *5000*184#
–২ জিবি নিতে *5000*73#
–৩জিবি নিতে *5000*74#
ডায়াল করতে হবে।
–সকল চার্জের উপর ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
–পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।
–ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2#
–মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে, টাকা ০.০১/10KB হারে চার্জ (সম্পূরক শুল্ক এবং ভ্যাট ব্যতীত) প্রযোজ্য হবে এবং গ্রাহক সর্বোচ্চ 200MB পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন।
–সকল অফার এর মেয়াদ ৭ দিন।

জিপিতে ২৯ টাকায় ৩৬৬ এমবি ইন্টারনেট!

$
0
0

চলে এলো February 29th, লিপ ইয়ারের সেই বাড়তি দিনটি। শেয়ার করো সবার সাথে কিভাবে কাটাবে অন্যরকম এই দিনটি কারন গ্রামীণফোন দিচ্ছে ৩৬৬ এমবি ইন্টারনেট মাত্র ২৯ টাকায়। অফারটি পেতে ডায়াল *5000*191#
  • শুধুমাত্র গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য
  • মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *121*1*2#
  • মূল্যের উপর সম্পূরক শুল্ক এবং ভ্যাট প্রযোজ্য
  • অফারটি চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।
  • অফারটির মেয়াদ ৩ দিন
  • প্যাকের মেয়াদ অ্যাক্টিভেশনের দিনসহ

জিপিতে 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকায়!

$
0
0

আজ জানাবো কি ভাবে আপনি 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকায় নিবেন।
এটা জিপির সকল গ্রাহকের জন্য,
বায়োমেট্রিক পদ্ধতিতে SIM রেজিস্ট্রেশন করতে আপনার নিকটস্থ আঙ্গুলের ছাপ চিহ্নিত স্থানে চলে আসুন। রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকায়।
বায়োমেট্রিক রি- রেজিস্টার্ড’ গ্রাহকদের জন্য ‘৯ টাকায় ১জিবি’ ডাটার একটি অফার চলছে (৩% এসডি এবং ১৫% ভ্যাট সহ)।অফারটি পেতে ডায়াল করুন *5000*99#।*এই অফারে ডাটা এর মেয়াদ ৭ দিন।
*অফারটি ব্যবহার করার যাবে শুধুমাত্র 2am থেকে 12pm পর্যন্ত।
*ডাটা ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*2# কোডটি।
*অফারটি শুধুমাত্র ১বার নেওয়া যাবে সফল ভাবে re-registration হবার পর।
*এই অফারটি যেকোনো প্রিপেইড (except ERS, BS Postpaid and Prepaid) এবং টিউনপেইড সিম থেকে উপভোগ করা সম্ভব হবে।
 
তাই দেরি না করে আজই রেজিস্টার করে ফেলুন আপনার সিমটি, আর নিয়ে নিন ‘৯ টাকায় ১জিবি ইন্টারনেট।
 
“সবাইকে ধন্যবাদ”

এপ্রিলের পর রেজিস্ট্রেশনবিহীন সিম বন্ধ

$
0
0

দেশের ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহকের মধ্যে গত তিনমাসে মাত্র এক কোটি লোক সিম নিবন্ধনের আবেদন করেছেন। আগামী এপ্রিলে নিবন্ধন কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর অনিবন্ধিত সিম বন্ধ করে দেওয়া হবে। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সোমবার বায়োমেট্রিক্স পদ্ধতিতে এমপিদের সিম-রিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের সময় বিটিআরসি'র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে নিজের সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে এমপিদের সিম-রিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি জনগণকে নিবন্ধন কার্যক্রমে উৎসাহিত করতে সকল এমপিকে নিজ নিজ এলাকায় সম্পৃক্ত করার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।

দশম জাতীয় সংসদের এমপিরা নবম অধিবেশন চলাকালীন সময় সংসদেই বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিজেদের সিম বা রিম নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। এমপিদের সিম-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহবুব আরা গিনি, ডাক ও টেলিযোগ বিভাগের সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় ডাক ও টেলিযোগায়োগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে জনগণের সিম-রিম নিবন্ধনের জন্য সারা দেশে এক লাখ ডিভাইস সরবরাহ করা হয়েছে। সম্পূর্ণ বিনা পয়সায় সিম-রিম নিবন্ধন কার্যক্রম চলছে। যদি কেউ এই কাজের জন্য টাকা নিয়ে থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে টেলিটক থেকে ‘৯৮৭২’ নাম্বারের একটি কোড চালু করা হয়েছে। যে কেউ এখানে অভিযোগ করতে পারবেন। এছাড়া বিটিআরসি’র মাধ্যমে একটি মোবাইল টিম অভিযোগ তদন্তে মাঠে কাজ করছে।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১ কোটি মানুষ বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম-রিম নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এরমধ্যে মাত্র ৮৫ লাখ সিম-রিম পুন:নিবন্ধন হয়েছে। আগামী এপ্রিল মাসে শেষ হবে সিম-রিম নিবন্ধনের কাজ। এরপর অনিবন্ধিত সিম-রিম বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা রয়েছে। দেশে মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা ১৩ কোটির বেশী।

সূত্র- বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ
Viewing all 175 articles
Browse latest View live