Quantcast
Channel: TeleKothonBD.com | Get Latest Operator News, Offers
Viewing all articles
Browse latest Browse all 175

হাজীদের জন্য এয়ারটেলের বিশেষ রোমিং অফার

$
0
0


হাজীদের জন্য বিশেষ রোমিং অফার ঘোষণা করেছে এয়ারটেল।

অফারে বাংলাদেশ এবং সৌদি আরবে ১৪ টাকা প্রতি মিনিটে কথা বলতে পারবেন হাজীরা। এতে ইনকামিং কলরেট থাকবে ১৬ টাকা প্রতি মিনিট।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারটেল জানায়, এই অফারে রোমাররা কলরেটের ক্ষেত্রে ৯৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। যেখানে এসএমএস রেট থাকবে ৫ টাকা যা স্বাভাবিক রেট থেকে ৮৫ শতাংশ কম।

এর পাশাপাশি ১০ পয়সা প্রতি কিলোবাইট রেটে ডাটা রোমিং সুবিধাও রয়েছে। আর আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে।

অফারটি যেকোনো আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে জানায় এয়ারটেল।

চলতি বছর হজ চলাকালীন সময়ে পোস্টপেইড গ্রাহকরা ৫ হাজার টাকা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে এই অফার পাবেন।

প্রিপেইড রোমাররা *১২১*৭৭৭# ডায়াল করে রিচার্জ করতে পারবেন।

লিখেছেনঃ আল-আমীন দেওয়ান, টেকশহর


Viewing all articles
Browse latest Browse all 175

Trending Articles